ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মালয়েশিয়ায় নাচলেন ট্রাম্প, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

মালয়েশিয়ায় নাচলেন ট্রাম্প, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় পৌঁছে সবাইকে চমকে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৩ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে দেশটিতে অবতরণ করেই স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচে মেতে উঠলেন ৭৯ বছর বয়সী এই নেতা। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্প বিমানবন্দরের টারমার্কে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী ড্রামের তালে তালে নাচছেন। রঙিন পোশাক পরা স্থানীয় নৃত্যশিল্পীদের সঙ্গে হাসিমুখে তাল মেলাতে দেখা যায় তাঁকে। নাচের দলে ছিলেন মালয়েশিয়ার বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধি—মালয়, চীনা, ভারতীয় ও বর্নিও দ্বীপের আদিবাসী শিল্পীরা।

চমকপ্রদ এই ঘটনায় আরও রঙ যোগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, যিনি কিছুক্ষণ পর ট্রাম্পের সঙ্গে নাচে অংশ নেন। উপস্থিত জনতা উচ্ছ্বসিত হয়ে করতালি দিতে থাকেন।

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। কেউ লিখেছেন, “ট্রাম্প আবারও নাচকে গুরুত্ব দিয়ে তুললেন।” আরেকজন মন্তব্য করেছেন, “৭৯ বছর বয়সেও এমন উদ্যম ও রিদম! দারুণ স্টাইল।” কেউ কেউ রসিকতা করে বলছেন, “এটা কি তবে ট্রাম্পের নিজস্ব নাচের ধারা—‘দ্য ট্রাম্প ড্যান্স’?”

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “আপনি ট্রাম্পকে ভালোবাসুন বা না বাসুন, কিন্তু অস্বীকার করা যাবে না—ওনার স্টাইল আর আত্মবিশ্বাস একেবারে অনন্য।”

ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষ তা শেয়ার করেছেন। অনেকেই এটিকে রাজনীতির বাইরে এক আনন্দঘন ও মানবিক মুহূর্ত হিসেবে দেখছেন। তাঁদের মতে, দীর্ঘ সফরের পরও এমন প্রাণবন্ত উপস্থিতি ট্রাম্পের ব্যক্তিত্বের ভিন্ন দিক প্রকাশ করে।

রাজনৈতিক সভা-মিটিংয়ের গাম্ভীর্যের বাইরে এই নাচ যেন এক স্বস্তির ছোঁয়া এনেছে মালয়েশিয়ার সফরে। কেউ কেউ মন্তব্য করেছেন—“রাজনীতি বাদ দিন, আজ ট্রাম্প আমাদের মুখে হাসি ফুটিয়েছেন।”

আমার ক্যাম্পাস

Link copied!