ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

গাজা থেকে আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পেল ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

গাজা থেকে আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পেল ইসরায়েল

ছবিঃ সংগৃহীত

গাজা থেকে আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। শুক্রবার মধ্যরাতে রেডক্রসের মাধ্যমে মরদেহটি গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)-এর কাছে হস্তান্তর করা হয়। শনিবার সকালে মরদেহটি তেলআবিবে পৌঁছায়।

এ নিয়ে গাজায় থাকা মোট ২৮ জন ইসরায়েলি জিম্মির মধ্যে ১০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হলো।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও খনন সরঞ্জামের অভাবে বিলম্ব ঘটছে।

অন্যদিকে, ইসরায়েলের দাবি—হামাস ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!