পাকিস্তান ও আফগানিস্তান আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত নেন। রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আলোচনার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দুই পক্ষই এই যুদ্ধবিরতিকে স্থায়ী করার এবং এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে ভবিষ্যতে আরও বৈঠক আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও বেসামরিক প্রাণহানি রোধে এই যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এর আগে গত বুধবার পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। তবে সেই চুক্তি ভেঙে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালায় পাকিস্তান, যার ফলে সংঘর্ষ পুনরায় শুরু হয়। ফলে এই নতুন যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয় দেখা দিয়েছে।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ দুই পক্ষকে সংযম দেখাতে এবং রাজনৈতিক সমাধানের পথে অগ্রসর হতে আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :