নারী বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ এক রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রতিপক্ষকে মাত্র ১ রানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানার দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ফারজানা হক বিদায় নেন ১ রানে। তবে দ্বিতীয় উইকেটে রুবিয়া হায়দার ও অভিজ্ঞ শারমিন আক্তার গড়েন ৯০ রানের জুটি। রুবিয়া ৫২ বলে ৩৩ রান করেন, আর শারমিন ১০১ বলে ৭১ রান করে দলকে লড়াই করার মত পুঁজি এনে দেন। ২৪২ রানের বড় সংগ্রহ গড়ে তুলতে সফল হয় বাংলাদেশ।
লঙ্কানরা জবাব দিতে নেমে শুরুতে বিপর্যয়ের মধ্যে পড়ে। ৮৬ রানে ৪ উইকেট হারায় দল। চামারি আতাপাত্তুকে মারুফা আক্তার মাত্র এক রানেই বোল্ড করেন। ফাহিমা খাতুন ফেরান হাসিনি পেরেরা ও ভিষ্মি গুনারত্নেকে। রাবেয়া খান ফেরান হারশিতা সামারাবিক্রমাকে।
শেষ ওভারে জয়ের জন্য প্রতিপক্ষের দরকার ছিল কয়েক রান, তবে শেষ মুহূর্তে দারুণ বোলিংয়ে মাত্র ১ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ম্যাচ শেষে জানান, “এমন জয় দলকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং বিশ্বকাপে আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব।"
এই জয়কে আসন্ন বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি হিসেবে দেখছেন ক্রিকেট সমর্থকেরা। তাদের মতে, রোমাঞ্চকর এ জয় নারী দলের মানসিক শক্তিকে আরও দৃঢ় করবে।
ফাইনাল স্কোর
বাংলাদেশ নারী ২৪২/৮
শ্রীলঙ্কা নারী ২৪১
নাদিয়া আলম

আপনার মতামত লিখুন :