ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের 

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে টাইগাররা ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক জাকের আলী। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে আফগানিস্তান এর সংগ্রহ দাঁড়িয়েছে  ১৪৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে শেষ দিকে শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।

২১ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে  নুরুল হাসান সোহান। এদিনও দলের জয়ে বড় অবদান রেখেছেন তিনি। আরেক প্রান্তে ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন শরিফুল। বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। ৪ ওভারে ১৩ রান দিয়ে উইকেট সংগ্রহ করেছেন ১টি। 
 
এর মাধ্যমে বাংলাদেশ সিরিজ জয়ের পাশাপাশি তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ পাবে। এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলেও টাইগাররা গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে।

ফাইনাল স্কোর 
বাংলাদেশ - ১৫০/৮( ২ উইকেট এ জয়)
আফগানিস্তান -১৪৭/৫

আমার ক্যাম্পাস/নাদিয়া আলম 

Link copied!