নারীর মনে থাকে অনেক চাওয়া–পাওয়া, কিন্তু সেসব সবসময় তিনি মুখে প্রকাশ করেন না। তাই সম্পর্ককে দৃঢ় করতে চাইলে প্রেমিককে অবশ্যই প্রেমিকার প্রত্যাশাগুলো পূরণে মনোযোগী হতে হবে।
সম্পর্কের প্রথম বছরে সাধারণত প্রেমিকের কাছ থেকে মেয়েরা যা আশা করে—
নিজের থেকেও বেশি ভালোবাসবেন
প্রেমিকের কাছ থেকে নারীরা সবসময় নিঃশর্ত ভালোবাসা চান। এটাই তাদের প্রধান চাহিদা। তাই শুরু থেকেই চেষ্টা করুন তাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতে। “তাকে সারাক্ষণ মেসেজ দিন। ফোন করেও ভালোবাসার কথা বলুন।”
গিফট দেবেন
উপহার পাওয়ার আনন্দ সবাই উপভোগ করে। আপনার প্রেমিকাও এর ব্যতিক্রম নন। তাই সাধ্যমতো কোনো উপহার কিনে দিন। “তারপর হাসিমুখে তার হাতে সেই উপহার তুলে দিন। সেই সঙ্গে ভালোবাসার দু-কলি শুনিয়ে দিতে পারলে তো আরও দারুণ।”
সম্মান দিলেই পাবেন ফেরত
আধুনিক নারীরা স্বাধীনচেতা স্বভাবের হয়ে থাকেন। তাই তাদের দমিয়ে রাখার চেষ্টা করলে সম্পর্ক নষ্ট হবে। বরং সবসময় সম্মান দিন। “বিশেষ বিশেষ ক্ষেত্রে তার মতামত মেনে নিয়েই আপনাকে জীবনের পথে এগিয়ে যেতে হবে।”
মিথ্যা নয়
যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, তা দ্রুত ত্যাগ করতে হবে। “বিশেষত প্রেমিকাকে কিন্তু এক অক্ষরও মিথ্যা কথা বলা যাবে না। কারণ তিনি আপনার কাছ থেকে সবসময় সত্যি কথাই আশা করেন।” যদি মিথ্যা ধরা পড়ে, তাহলে সম্পর্কে ভাঙন ধরতে সময় লাগবে না।
সবার কাছে দেবেন পরিচয়
নারীরা সাধারণত ভবিষ্যতের কথা ভেবেই সম্পর্ককে গুরুত্ব দেন। তাই তারা চান প্রেমিক ধীরে ধীরে তার পরিবার ও বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিক। “প্রেমের বয়স ১ হওয়ার আগে প্রেমিকাকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিন। নইলে তার হৃদয়ে বইতে শুরু করবে সন্দেহের হাওয়া।”
আপনার মতামত লিখুন :