ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

যারা একাধিকবার বিয়ে করেন, তারা অতীত নিয়ে গর্ব করেন না: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

যারা একাধিকবার বিয়ে করেন, তারা অতীত নিয়ে গর্ব করেন না: শবনম ফারিয়া

ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন জীবনের এই অধ্যায় শুরু হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে নানারকম আলোচনা ও মন্তব্য। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার সমালোচনাও করেছেন। এসব সমালোচনার জবাবে ফারিয়া নিজের অবস্থান পরিষ্কার করেছেন এক আবেগময় ও ইতিবাচক বার্তায়।

২৫ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারিয়া লেখেন, “কেউই কখনো এই ভেবে বিয়ে করে না যে, একদিন সেই সম্পর্ক ভেঙে যাবে। ভালোবাসা, ধৈর্য আর আশার জোরেই আমরা সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করি। যতই শক্ত মানসিকতা বা শিক্ষা থাকুক, হৃদয়ের এক কোণে সম্পর্ক টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা থেকেই যায়—যদি না সেখানে প্রতারণা বা অবিশ্বাস থাকে।”

নিজের অভিজ্ঞতা থেকে তিনি আরও লেখেন, “যারা জীবনে একাধিকবার বিয়ে করেছেন, তারা অতীত নিয়ে গর্ব করেন না। একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর নতুন করে ভালোবাসা, বিশ্বাস ও আস্থা গড়ে তোলা সহজ নয়। এটি লজ্জার কিছু নয়, বরং এটি এক বিশাল সাহসের কাজ।”

তিনি সবাইকে আহ্বান জানান অন্যের জীবনের সিদ্ধান্তকে সম্মান জানাতে। তাঁর ভাষায়, “দয়া করে কাউকে নিয়ে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু মন্তব্য করবেন না। আপনি জানেন না একজন মানুষ কত কষ্ট পেরিয়ে হাসিমুখে আবার দাঁড়িয়ে আছেন।”

ফারিয়া পোস্টের শেষে জীবনের অনিশ্চয়তা ও সহমর্মিতার বার্তা দেন। তিনি লেখেন, “কথায় কোমল হোন, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছেড়ে কথা বলে না। আমরা কেউ জানি না আগামীকাল আমাদের জন্য কী অপেক্ষা করছে।”

অভিনেত্রীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর সাহস ও সততার প্রশংসা করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ফারিয়ার এই বার্তা সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে—বিশেষ করে তাদের জন্য, যারা জীবনের ভাঙন থেকে উঠে এসে নতুনভাবে বাঁচতে চান।

শবনম ফারিয়া নিজের কথায় বোঝাতে চেয়েছেন, অতীত ভাঙনের গল্প নয়, নতুন সূচনার সাহসই মানুষকে জীবনের প্রতি আস্থাশীল করে তোলে। তাঁর মতে, সম্পর্কের ব্যর্থতা জীবনের শেষ নয়—বরং এটি হতে পারে এক নতুন শুরুর অনুপ্রেরণা।

আমার ক্যাম্পাস

Link copied!