জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নতুন একক নাটকে ‘হেলমেট মতিন’ চরিত্রে অভিনয় করছেন। নাটকটির রচনা করেছেন এনডি আকাশ এবং পরিচালনা করেছেন সরকার রোকন। সম্প্রতি পূবাইলের চটের আগায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
নাটকটিতে মতিন একটি ছোট ভাঙারির ব্যবসা চালান। সংসারের কাজের চাপ ও সীমিত অর্থনৈতিক সামর্থ্যের কারণে স্ত্রীর রাগের শিকার হন তিনি। এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে মাথায় হেলমেট পরতে হয়, আর এ থেকেই তার ডাকনাম হয় ‘হেলমেট মতিন’। এরপর শুরু হয় একের পর এক হাস্যরসাত্মক ঘটনা।

অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “গল্পটি খুবই ফানি এবং চরিত্রটি মজার। দর্শকরা নাটকটি উপভোগ করবেন বলে আশা করছি।”
মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আমিন আজাদ, রোবেনা রেজা জুঁই ও সামন্তা পারভেজ। নির্মাতা জানিয়েছেন, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হবে।

আপনার মতামত লিখুন :