ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মুসাদ্দিক অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই ক্যাম্পাসের আশপাশে অবস্থানের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “আমরা দেখছি, বিভিন্ন দলের পক্ষ থেকে পোস্ট দেয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে তারা দলীয় নির্দেশনা পেয়েছে এবং ক্যাম্পাস ঘিরে প্রস্তুত থাকবে। এটি কি ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা নয়?”
তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগের দিন থেকে নিরাপত্তা বলয় তৈরি করার কথা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। “যে পরিমাণ নিরাপত্তা বেষ্টনী থাকার কথা, তা নেই। প্রশাসনের দৃঢ় অবস্থানও চোখে পড়ছে না।”
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গ টেনে মুসাদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বড় ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। অনেক ক্ষেত্রেই শোকজ নোটিশ পর্যন্ত দেয়া হয়নি।
আগামীকালের ভোটকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে শক্ত অবস্থানে যাওয়ার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :