ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচনে আচরণবিধি মানছেন না প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

ডাকসু নির্বাচনে আচরণবিধি মানছেন না প্রার্থীরা

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হলেও অনেক প্রার্থী ভোটকেন্দ্রের আচরণবিধি মানছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপরতাও চোখে পড়ছে না।

সকালে সরেজমিনে দেখা গেছে, কয়েকটি ভোটকেন্দ্রে প্রার্থীরা লাইনের কাছাকাছি গিয়ে ভোট চাইছেন। তারা লিফলেট ও কার্ড বিতরণ করছেন, যার কারণে লাইনে থাকা শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং কেন্দ্রগুলিতে কৃত্রিম ভিড় তৈরি হচ্ছে।

শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল ও উদয়ন স্কুলসহ অন্যান্য কেন্দ্রে প্রার্থীরা প্রবেশমুখে অবস্থান নিয়ে ভোটারদের কাছে লিফলেট বিতরণ করছেন। উদয়ন স্কুল কেন্দ্রে জিয়াউর রহমান হলের লাইনে প্রার্থীরা টোকেন ও স্লিপ দিয়ে ভোট চাইতে দেখা গেছে। একজন শিক্ষার্থী জানান, “প্রার্থীরা নিয়ম মানছেন না। কেন্দ্রের ভিতরে ঢুকতে পারছেন না, তবে বাইরে থেকে প্রচারণা চালাচ্ছেন।”

ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকলেও অনেক প্রার্থী তা উপেক্ষা করছেন। নির্বাচন কমিশন ৭ সেপ্টেম্বর থেকে সব ধরনের প্রচারণা বন্ধের নির্দেশ দিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, “প্রার্থীরা কেন্দ্রের ১০০ মিটার দূরে অবস্থান করবেন। নিয়ম না মানলে প্রযোজ্য ব্যবস্থা নেওয়া হবে।”

আমার ক্যাম্পাস

Link copied!