ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

ভোটারদের লাইনে প্রচারণা: ক্ষুব্ধ ভোটার ও প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

ভোটারদের লাইনে প্রচারণা: ক্ষুব্ধ ভোটার ও প্রার্থীরা

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর থেকেই আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরা ভোটারদের লাইনের কাছাকাছি গিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এতে ভোটকেন্দ্রের প্রবেশপথে অযথা ভিড় তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন।

আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ। নির্বাচন কমিশন ৭ সেপ্টেম্বর থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করেছেন কিছু প্রার্থী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল ও উদয়ন স্কুলসহ কয়েকটি কেন্দ্রে দেখা যায়, প্রার্থীরা লিফলেট বিতরণ করছেন এবং ভোটারদের হাতে প্যানেলের তালিকা তুলে দিচ্ছেন। অনেক জায়গায় সমর্থকেরা লাইনের কাছে অবস্থান নিয়ে কৃত্রিম ভিড় তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের স্বতন্ত্র ভিপি প্রার্থী মুক্তায় মিয়া বলেন, “কিছু প্রার্থী তাদের কর্মী দিয়ে কৃত্রিম ভিড় তৈরি করছে। এতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে ঢুকতে পারছেন না। আমি বিষয়টি প্রভোস্টকে জানিয়েছি।”

এক সদস্য পদপ্রার্থী রাহাত সিকদার বলেন, “এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই।”

ভোটার রাইয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রার্থীরা নিয়ম মানছেন না। অনেকে লিফলেট বিলাচ্ছেন, এমনকি টেবিল বসিয়ে প্রচারণা চালাচ্ছেন।”

হাজী মুহম্মদ মুহসিন হলের প্রভোস্ট অধ্যাপক সিরাজুল ইসলাম জানান, “এ ধরনের ঘটনা কাম্য নয়। আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, “প্রার্থীদের ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে থাকতে হবে। নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে, ১৮টি হলে মোট ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। একজন ভোটার ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আমার ক্যাম্পাস

Link copied!