ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

ডাকসুতে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী: নাসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

ডাকসুতে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী: নাসির

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ও সাড়া দেখে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তার ভাষ্যে, শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করছেন এবং সেই প্রক্রিয়ায় ছাত্রদল সমর্থিত প্যানেল ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। ফলে তারা জয় সম্পর্কে আত্মবিশ্বাসী।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা আশাবাদী। শিক্ষার্থীদের সাড়া অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে ভিপি ও এজিএস পদে আমাদের প্রার্থীরা অতীতে গণআন্দোলনে সক্রিয় ছিলেন এবং দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরতন্ত্রবিরোধী রাজনীতিতে ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তারা সবসময় সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।”

তিনি এই নির্বাচনকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, “গত ১৭ বছর ধরে তরুণ প্রজন্মের মতামতকে উপেক্ষা করে যে শাসন কায়েম করা হয়েছিল, শিক্ষার্থীরা তা প্রতিহত করেছে। ডাকসুর নির্বাচন সেই পরিবর্তিত বাস্তবতার প্রতিচ্ছবি। আমরা মনে করি, ডাকসুর ভোট দেশের ভোটাধিকার পুনরুদ্ধারের সূচনা।”

অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরাও যেন ভোটকেন্দ্রে এসে অংশ নেন। তাদের সক্রিয় অংশগ্রহণেই যোগ্য নেতৃত্ব উঠে আসবে।”

নির্বাচনী পরিবেশ নিয়ে নাছির জানান, বড় কোনো বিশৃঙ্খলার খবর নেই। তবে ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের কিছু কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। “কোথাও বলা হচ্ছে, নিজের হলে প্রবেশ করা যাবে না কিংবা মেয়েদের লাইনের পাশে দাঁড়ানো যাবে না—এটি বৈষম্যমূলক। তবুও সামগ্রিকভাবে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ রয়েছে,” বলেন তিনি।

উল্লেখ্য, ছয় বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

আমার ক্যাম্পাস

Link copied!