ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

সাদিক-ফরহাদের ব্যালটে ‘অটো ভোট’ অভিযোগ, সিসিটিভি যাচাইয়ে কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

সাদিক-ফরহাদের ব্যালটে ‘অটো ভোট’ অভিযোগ, সিসিটিভি যাচাইয়ে কমিশন

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট পেপার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, টিএসসি কেন্দ্রে ভোটারের হাতে দেওয়া ব্যালটে আগে থেকেই ভোটচিহ্ন দেওয়া ছিল।

শ্রেষ্ঠার দাবি, তার এক সহপাঠী টিএসসি কেন্দ্রের ১ নম্বর টেবিল থেকে ব্যালট নেওয়ার পর বুথে গিয়ে দেখতে পান, ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের জায়গায় ইতোমধ্যেই ক্রস দেওয়া আছে। বিষয়টি জানাতে গেলে সংশ্লিষ্টরা উল্টো ওই ভোটারকেই প্রশ্ন করতে শুরু করেন। নিরাপত্তার কারণে ওই শিক্ষার্থী নাম প্রকাশ করতে চাননি।

অভিযোগ প্রসঙ্গে টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, “ঘটনাটি সকাল ১০টার পরপর ঘটে। অভিযোগকারী শিক্ষার্থী ব্যালট নিয়ে বুথে যান এবং কিছুক্ষণ পর এসে অভিযোগ করেন তার ব্যালটে আগে থেকেই ভোট দেওয়া ছিল। আমি বিষয়টি যাচাই করতে গিয়ে দেখি অন্য কোনো ব্যালটে এ ধরনের অনিয়ম নেই।”

তিনি আরও জানান, “অভিযোগের পর শিক্ষার্থীকে নতুন ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি চিফ রিটার্নিং কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে। যেহেতু অভিযোগ উঠেছে, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুরো ঘটনা যাচাই করা হবে।”

এবারের নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০ বুথে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ চলছে। একজন ভোটার মোট ৪১টি পদে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আমার ক্যাম্পাস

Link copied!