ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়কে অংশ নেওয়ার অনুমতি দিতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বেলা একটার দিকে হাইকোর্ট রুল দিয়ে অমর্ত্য রায়কে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিতে নির্দেশ দেন। অমর্ত্যের প্রার্থিতা বাতিল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৬ সেপ্টেম্বরের সিদ্ধান্তও স্থগিত করা হয়।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যার ওপর বিকেল পাঁচটার দিকে শুনানি হয়। আদালতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অমর্ত্যের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন, সঙ্গে ছিলেন আইনজীবী তাপস বন্ধু দাস।

 আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, অমর্ত্য রায়ের প্রার্থিতা বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। কিন্তু জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, অমর্ত্য নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গতকাল সোমবার রিট করেন। রিটের ওপর শুনানি নিয়ে আজ বেলা একটার দিকে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ফলে অমর্ত্যের নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানি নিয়ে বিকেল পাঁচটার দিকে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে অমর্ত্যের নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ হয়ে যায়। 

আমার ক্যাম্পাস/ ঐশী ইসলাম

Link copied!