ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার বিকেল ৪টায়। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার সাত ঘণ্টা পেরিয়ে গেলেও ফলাফল ঘোষণা সম্ভব হয়নি। সর্বশেষ রাত পৌনে ১১টার দিকে ভোট গণনা চলছিল।
এদিকে ফল প্রকাশে দেরি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও গুজব ছড়াচ্ছে কিছু মহল। কেউ কেউ ভুয়া ফলাফল তৈরি করে প্রচার করছে, এমনকি রিটার্নিং অফিসের প্যাডের আদলে মনগড়া প্রার্থীর নাম বসিয়ে বিজয়ী ঘোষণা করছে। বিভিন্ন কেন্দ্রে কার কত ভোট পড়েছে সে সম্পর্কেও যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ভোট গণনার কাজ সম্পূর্ণ হয়নি। অধিকাংশ হল সংসদের ভোট গণনা শেষ হলেও কেন্দ্রীয় সংসদের ব্যালট গোনার কাজ চলমান।
একজন রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট শেষে অতিরিক্ত খালি ব্যালট সিলগালা করে সাজানোর কারণে গণনা শুরুতে দেরি হয়। স্বল্পসংখ্যক কর্মকর্তা হাতে সাজানোর কাজ সারেন। পরে রাত ৮টার দিকে ওএমআর ব্যালট স্ক্যানিং শুরু হয়। মেশিনে গণনার পাশাপাশি ফলাফল তালিকায় তোলার কাজও চলছে, যা সময়সাপেক্ষ হয়ে পড়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। ভোট শেষে কেন্দ্রগুলোতে প্রার্থী ও শিক্ষার্থীদের ভিড় জমে। তারা রাত পর্যন্ত কেন্দ্র না ছেড়ে ফলাফলের অপেক্ষায় থাকেন।
রিটার্নিং অফিসের তথ্যমতে, এবারের নির্বাচনে গড়ে ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। সূর্যসেন হলে সর্বোচ্চ ৮৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া আরও ১২টি হলে ভোট পড়ার হার ৮০ শতাংশের ওপরে। তুলনামূলকভাবে ছাত্রীদের হলে ভোটের হার কিছুটা কম ছিল।
আপনার মতামত লিখুন :