ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১,২৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট।
তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন, যার প্রাপ্ত ভোট ৪৮৫। আর ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪২৩ ভোট, ফলে তিনি চতুর্থ অবস্থানে রয়েছেন।
অন্যান্য প্রার্থীদের মধ্যে বাগছাসের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৫৫ ভোট, জামাল উদ্দীন খালিদের প্রাপ্ত ভোট ৪৭ এবং ছাত্র অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামীন মোল্লা পেয়েছেন ৭ ভোট।
আপনার মতামত লিখুন :