ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ক্যাম্পাসে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে পরবর্তী সময়ে বন্ধ হওয়া ক্লাস ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক নিয়মে চলবে।
আপনার মতামত লিখুন :