ডাকসু নির্বাচনে ছাত্রদল-শিবির ও জামায়াত-বিএনপির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আব্দুল কাদের।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, প্রকৃত অর্থে ছাত্রসংসদ নির্বাচন হয়নি; বরং ছাত্রদল-শিবির ও জামায়াত-বিএনপির মধ্যে ক্ষমতার বণ্টন হয়েছে। এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, প্রভোস্ট ও ডিনরা ভূমিকা রেখেছেন।
তিনি আরও দাবি করেন, শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে দায়িত্বশীলরা রাজনৈতিক দলের প্রভাবের কাছে নত হয়েছেন। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে চেয়ারে বসে তারা দলীয় আনুগত্য প্রদর্শন করছেন।
আপনার মতামত লিখুন :