ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

যেভাবে হচ্ছে ডাকসুর ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

যেভাবে হচ্ছে ডাকসুর ভোট গণনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে মঙ্গলবার বিকাল ৪টায়। এরপর শুরু হয়েছে ভোট গণনা।

সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা আট ঘণ্টা ভোট গ্রহণের পর ব্যালট গুনতে সময় লেগেছে আরও কিছুটা। বিকাল পাঁচটার পর বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রেই আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়।

শিক্ষার্থীরা ছয় পৃষ্ঠার ওএমআর ব্যালট পেপারে ভোট দেন। এগুলো গণনার জন্য ব্যবহার করা হচ্ছে ১৪টি মেশিন। যন্ত্রগুলোর মধ্যে কিছু প্রতি ঘণ্টায় পাঁচ হাজার এবং কিছু আট হাজার পর্যন্ত ব্যালট স্ক্যান করতে সক্ষম। গণনা শেষে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিকাল সোয়া ৫টার দিকে ব্যালট বাক্স খোলা হয়। পরে মেশিনে দেওয়ার জন্য ব্যালট সাজানো হলেও প্রযুক্তিগত জটিলতার কারণে গণনা শুরুতে প্রায় ৪৫ মিনিট দেরি হয়। সাংবাদিক ও প্রার্থীদের প্রতিনিধিরা হাতে গোনা ও মেশিন গণনার সঙ্গে মিলিয়ে দেখেন। এরপর পূর্ণোদ্যমে গণনা চলতে থাকে।

গণনা পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা শহিদুল জাহীদ, শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা এবং আরও অনেকে। বাইরে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে ভোট গণনার অগ্রগতি।

মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদে লড়েছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন। এবারের নির্বাচনে অন্তত ১০টি পূর্ণাঙ্গ ও আংশিক প্যানেল অংশ নিয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডাকসুর নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এই নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রতিবছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ৩৮ বার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ব্রিটিশ ও পাকিস্তান আমলে ৫০ বছরে হয়েছে ২৯ বার। স্বাধীনতার পর গত ৫৫ বছরে নবমবারের মতো এবার ভোট দিলেন শিক্ষার্থীরা।

আমার ক্যাম্পাস

Link copied!