ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, তিনি চাইছেন ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক এবং অভিযোগের বদলে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কার্জন হল ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট উদযাপন করতে চাই, অভিযোগ করতে নয়।”
শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই আমি কেন্দ্রে প্রবেশ করেছি।”
ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। কার্জন হলে ভোট দিচ্ছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিচ্ছেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট দিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। সিনেট ভবনে ভোট দিচ্ছেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন সূর্যসেন হল, মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদদীন হলের শিক্ষার্থীরা। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা।
এইবার কেন্দ্রীয় সংসদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ৩৯,৬৩৯ জন।
আপনার মতামত লিখুন :