ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ডেস্ক বসানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ এ অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম বলেন,
“এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারাদেশের মানুষ এর দিকে তাকিয়ে আছে। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা কমিশনের কাছে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছি। অথচ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ছাত্রদল একটি ডেস্ক বসিয়েছে এবং কয়েকজন প্রার্থী ভোটারদের স্লিপও বিতরণ করেছেন।”
তিনি সকল প্রার্থীর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
ভোট প্রদান শেষে এস এম ফরহাদ অভিযোগ করেন,
“ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে লিফলেট বা স্লিপ বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও আমরা দেখেছি, ছাত্রদলের কর্মীরা ভোটার লাইনে গিয়ে স্লিপ দিচ্ছেন। এটা শুধু আচরণবিধির লঙ্ঘন নয়, বরং ভোটারদের জন্য বিরক্তির কারণও। নির্বাচন কমিশনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন,
“আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিনি। আমাদের হেল্প ডেস্ক কেন্দ্র থেকে অন্তত ১৫০ মিটার দূরে।”
আপনার মতামত লিখুন :