ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। রোকেয়া হলের টিএসসি কেন্দ্রের প্রথম ঘণ্টার ভোটের সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছেন কেন্দ্রপ্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।
সকাল ৯টা ২০ মিনিটে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের ১৯টি বুথে এক ঘণ্টার মধ্যে প্রতিটি বুথে প্রায় ৪০ জন ভোট দিয়েছেন। এর হিসাব অনুযায়ী প্রথম ঘণ্টায় মোট ৭৬০ ভোট পড়েছে। কিছু বুথে ৩৬ ভোট পড়েছে, আবার কিছুতে ৪৫টি। গড় হিসাবে ৪০ জন প্রতি বুথে ভোট দিয়েছেন।”
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী। ১৮টি হল সংসদে ১৩টি করে পদে মোট ১,০৩৫ প্রার্থী লড়ছেন। ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এবং ছাত্র অধিকার পরিষদ পৃথক প্যানেল দিয়েছে। এছাড়া দুটি বামপন্থি প্যানেল ও ১০টির মতো স্বতন্ত্র প্যানেলও রয়েছে।
মোট ভোটার ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ২০,৮৭৩ জন ছাত্র ও ১৮,৯০২ জন ছাত্রী। ভোটাররা আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দিতে পারবেন। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ভোট গণনা অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে হবে। প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ফল প্রদর্শিত হবে এবং সর্বশেষ সিনেট ভবন মিলনায়তনে সব কেন্দ্রের মোট ফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে ৮টি প্রবেশপথে চৌকি, মোবাইল প্যাট্রল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে।
এদিকে ভোট চলাকালীন মূল আলোচনায় তিনটি প্যানেল—ছাত্রদল, ছাত্রশিবির ও বাগছাস—আছেন। এছাড়া কিছু স্বতন্ত্র প্রার্থী ও বামজোটের প্রার্থীরাও নজর কাড়ছেন। ভিপি পদে শামীম হোসেন, জিএস পদে আরাফাত চৌধুরী এবং এজিএস পদে তাহমীদ আল মুদাসসীর চৌধুরীর নাম বেশি শোনা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :