ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

সরকারি বাঙলা কলেজে ঈদে-মিলাদুন্নবী উদযাপন

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫

সরকারি বাঙলা কলেজে ঈদে-মিলাদুন্নবী উদযাপন

সরকারি বাঙলা কলেজ জামে মসজিদে মিলাদু্ন্নবী উদযাপন অনুষ্ঠান । ছবি:আমার ক্যাম্পাস ।

পবিত্র ঈদে-মিলাদুন্নবীকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে রাজধানীর সরকারি বাঙলা কলেজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে ৬ সেপ্টেম্বর  (১২ রবিউল আউয়াল) যোহর নামাজের পর কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মচারী, প্রিন্সিপাল আবুল কাশেম হলের আবাসিক শিক্ষার্থীসহ অসংখ্য শিক্ষার্থী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্রনেতারাও মাহফিলে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হিসেবে তিনি পৃথিবীতে শান্তি, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সমতার বার্তা নিয়ে এসেছিলেন। নবীর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে নবী করিম (সা.)-এর শিক্ষা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা ইসলামের প্রকৃত মর্মবাণী—সহনশীলতা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ—চর্চার ওপর জোর দেন।

অনুষ্ঠান শেষে মহানবীর সম্মান, উম্মাহর ঐক্য, দেশের উন্নতি ও বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আমার ক্যাম্পাস

Link copied!