ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচনে ইংরেজি বিভাগের প্রার্থীর সংখ্যা বেশি

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫

জাকসু নির্বাচনে ইংরেজি বিভাগের প্রার্থীর সংখ্যা বেশি

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনে মোট ২৫টি কেন্দ্রীয় পদ ও ৩১৫টি হল সংসদ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬২২ জন প্রার্থী। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ইংরেজি বিভাগ থেকে সবচেয়ে বেশি প্রার্থী অংশ নিচ্ছেন।

বিশ্লেষণে দেখা গেছে, আটটি প্যানেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইংরেজি বিভাগের ৩৯ জন রয়েছেন। এরপর সরকার ও রাজনীতি বিভাগ থেকে ৩৭ জন, বাংলা, নৃবিজ্ঞান এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ৩২ জন করে প্রার্থী হয়েছেন। দর্শন বিভাগের ৩১, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৮ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কেন্দ্রীয় সংসদের প্রার্থী তালিকা

ভিপি পদে: ৯টি বিভাগ থেকে ১০ জন প্রার্থী। এর মধ্যে সরকার ও রাজনীতি থেকে দুজন এবং বাংলা, নাটক ও নাট্যতত্ত্ব, মার্কেটিং, ফার্মাসি, প্রত্নতত্ত্ব, নগর ও অঞ্চল পরিকল্পনা, পরিবেশ বিজ্ঞান ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে একজন করে।

জিএস পদে: ৯ বিভাগ থেকে ৯ জন প্রার্থী। বাংলা, ইংরেজি, আইন, নাটক ও নাট্যতত্ত্ব, সরকার ও রাজনীতি, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, উদ্ভিদবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগ থেকে একজন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এজিএস (ছাত্র) পদে: ৯ বিভাগ থেকে ১০ জন। এর মধ্যে নৃবিজ্ঞান বিভাগের দুজন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, প্রত্নতত্ত্ব, দর্শন, লোকপ্রশাসন, সরকার ও রাজনীতি, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান ও ইতিহাস বিভাগ থেকে একজন করে।

এজিএস (ছাত্রী) পদে: ৬টি বিভাগ থেকে ৬ জন ছাত্রী। দর্শন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, নৃবিজ্ঞান, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে একজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সাংবাদিকতা বিভাগের অংশগ্রহণ

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের পাঁচ ব্যাচের মোট ১৪ শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে দুজন—মালিহা নামলাহ (এজিএস-নারী পদে) এবং সিমান্ত বর্ধন (পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে)। এছাড়া হল সংসদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আমার ক্যাম্পাস

Link copied!