ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারীতে শ্রমিক নিহতের ঘটনায় ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫

নীলফামারীতে শ্রমিক নিহতের ঘটনায় ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ।

ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলার শিক্ষার্থীরা। ছবি: আমার ক্যাম্পাস

নীলফামারীতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিব নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলার শিক্ষার্থীরা।

সমাবেশে ঢাবি শিক্ষার্থী রাকিব রহমন বলেন, ‘যখনই শ্রমিকদের অধিকারের কথা বলা হয় তখন তাদের ছেঁটে ফেলা হয়। তারা তাদের অধিকারের জন্য রাস্তায় দাঁড়ালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর গুলিবর্ষণ করে ও নির্যাতন করে। ফলে আমাদের একজন ভাই গতকাল নিহত হয়েছেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষকে (বেপজা) এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে।’

এ সময় তিনি ইন্টেরিম সরকারের কাছে শহীদ হওয়া শ্রমিকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। 

সজিব নামের এক শিক্ষার্থী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর শ্রমিক হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এখনো কেনো জনগণের টাকায় কেনা গুলি আমার ভাইদের ওপর করা হচ্ছে? গতকালকের ঘটনায় যারা জড়িত, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে।’

রন্জন নামের এক শিক্ষার্থী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যারা সচল করে রেখেছে তাদের উপর কিভাবে সরকারের পেটোয়া বাহিনী নির্মম নির্যাতন করেছে তা আমরা দেখেছি। দুঃখের সাথে বলতে হয় শোষক গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য সবসময় তাদের ব্যবহার করে আসছে।’

আমার ক্যাম্পাস

Link copied!