ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, তার ফেসবুক আইডি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শঙ্কার কথা জানান।
উমামার ভাষ্য অনুযায়ী, গত রাত থেকেই তার আইডিতে ধারাবাহিকভাবে রিপোর্ট করা হচ্ছে। এর ফলে অনেক প্রার্থীর মতো তার অ্যাকাউন্টও গায়েব করে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, শুরু থেকেই রিপোর্টের মাধ্যমে তার পোস্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে, এখন সরাসরি আইডি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে।
তিনি আরও লেখেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিপক্ষরা প্রমাণ করছে নেতৃত্বে এলে ভিন্নমতের মানুষ কতটা নিরাপদ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তাই এভাবে কারও জয় নিশ্চিত হবে না।
এর আগে ছাত্রদল ও শিবির সমর্থিত কয়েকজন প্রার্থীর ফেসবুক আইডি সাময়িকভাবে ডিজেবল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল।
আপনার মতামত লিখুন :