ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ রিপোর্টের ঘটনায় আইডি ডিজেবল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট স্বেচ্ছায় ডিঅ্যাক্টিভ করে রেখেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে তারা সতর্কতামূলকভাবে এ সিদ্ধান্ত নেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আইডি ডিজেবল হয়ে গেছে বলে বিভ্রান্তিকর তথ্যও ছড়িয়ে পড়ে।
সাদিক কায়েম জানান, সকাল থেকেই সংঘবদ্ধভাবে রিপোর্ট আসছে। এর ফলে অনেকের একাউন্ট বারবার লগআউট হচ্ছে। গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খান ও সংগঠনের মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের অ্যাকাউন্ট ইতোমধ্যেই ডিজেবল হয়ে গেছে। এছাড়া প্রার্থী আরমানের আইডি পুনরুদ্ধার সম্ভব হয়েছে। নিজের ও ফরহাদের অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য সাময়িকভাবে ডিঅ্যাক্টিভ রাখা হয়েছে।
এর আগে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম অভিযোগ করেন, বারবার সাইবার হামলার কারণে তার অ্যাকাউন্ট সাময়িক ডিজেবল হয়েছিল। তিনি শিক্ষার্থীদের কাছে ফেসবুকে এ বিষয়ে অভিযোগ জানিয়ে লেখেন, “আপনাদের কাছে বিচার দিলাম। ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে।”
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নারী প্রার্থী ৬২ জন ও পুরুষ প্রার্থী ৪০৯ জন। ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার। বিভিন্ন রাজনৈতিক সংগঠন যেমন—জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাম জোট, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও ছাত্র অধিকার পরিষদ নিজেদের প্যানেল দিয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাও কয়েক শতাধিক। আগামীকাল (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
আপনার মতামত লিখুন :