ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে অন্য আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে মঙ্গলবার সকাল পৌনে ৮টা থেকে ভাঙ্গা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে প্রথম অবরোধ শুরু হয়। একইভাবে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকাতেও মহাসড়ক আটকে দিলে ভাঙ্গা-খুলনা রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘসময় ধরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয়রা জানান, নির্বাচন কমিশনের আসন বিন্যাসের গেজেট বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে গত শুক্রবারও তারা দুই দফা মহাসড়ক অবরোধ করেছিলেন। উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিত করা হলেও তিন দিনের আল্টিমেটাম শেষে ফের আজ আন্দোলনে নামেন তারা।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের শান্ত করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :