সাতক্ষীরার কলারোয়ায় তৃতীয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় নবজাতককে হত্যা করেছেন এক মা। এ ঘটনায় শিশুটির মা শারমিন আক্তারকে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নবজাতকের বাবা ইব্রাহিম খলিলকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার কাজিরহাট হাইস্কুল মাঠের পাশে একটি খাল থেকে পাঁচ দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে শিশুটিকে নিয়ে তার মা শারমিন বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি জানান, সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে নবজাতকের বাবা থানায় গিয়ে সন্তানের নিখোঁজের অভিযোগ করতে গেলে পুলিশের সন্দেহ হয়।
পরে কলারোয়া থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই পাশের খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির দাদী বাদী হয়ে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মায়ের স্বীকারোক্তির ভিত্তিতেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :