বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা দুই ধাপে মোট ১৫ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস. শরিফুন্নেসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) হারে বাড়ি ভাতা কার্যকর হবে। দ্বিতীয় ধাপে ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত ৭.৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) বাড়ি ভাতা কার্যকর হবে।
সরকারি বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে বাড়ি ভাতা বৃদ্ধির সঙ্গে কিছু শর্তও নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।
শর্তগুলোর মধ্যে রয়েছে—
-
পরবর্তী বেতন কাঠামোতে এই অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে।
-
সংশ্লিষ্ট এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগের শর্তাদি ও বিধি-বিধান অনুসরণ করতে হবে।
-
এই ভাতা বৃদ্ধির কারণে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না।
-
সব আর্থিক নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে।
-
ভবিষ্যতে অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
-
প্রশাসনিক মন্ত্রণালয়কে জারি করা প্রজ্ঞাপন অর্থ বিভাগে পাঠিয়ে পৃষ্ঠাংকন নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৬ অক্টোবর জারি করা অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার ২৬০ নম্বর স্মারকটি বাতিল করা হয়েছে।
এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :