ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি ‘মামার বাড়ির আবদারের মতো’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হলে সময় ও ব্যয় দুই-ই সাশ্রয় হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে দেশের জনগণের ওপর অপরাধ করা ব্যক্তিদের অবশ্যই বিচার হতে হবে।”

তিনি আরও বলেন, “ছাত্রসংসদ নির্বাচনে জেতা মানেই জাতীয় নির্বাচনে বিজয় নয়। এই ভ্রান্ত ধারণা থেকে বের হতে হবে। সব কিছু পেয়ে গেছি—এই মনোভাব জামায়াতে ইসলামীর জন্য আত্মঘাতী হতে পারে।”

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যে কোনো উসকানিতে প্ররোচিত না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শান্তিপূর্ণভাবে আন্দোলনই আমাদের শক্তি।”

আমার ক্যাম্পাস

Link copied!