বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সতর্ক করেছেন, শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের প্রভাবদারীরা অপতৎপরতা চালাতে পারে। এজন্য প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারা দেবে। তিনি বলেন, “বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সবাই সমান। কেউ পূজামণ্ডপে অপকর্ম করার চেষ্টা করলে আমরা সেটা প্রতিরোধ করব।”
সোমবার সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত অন্তত ৩০টি পূজামণ্ডপে উপস্থিত ছিলেন। তিনি স্থানীয়দের সতর্ক করে বলেন, বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজ বা অনৈতিক কর্মকাণ্ডের জন্য জায়গা নেই। চাঁদাবাজি বা অনৈতিক কাজ যারা করে, তাদের দলের বাইরে বা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের যদি সালথায় উন্নয়ন করতে হয়, তবে সব অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয় খবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘুরাঘুরি বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার এলাকায় কোনো অনৈতিক কাজ হতে দেব না।”
হিন্দু সম্প্রদায়ের জন্য শামা ওবায়েদ বলেন, “শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সারা জীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও থাকব। ফ্যাসিবাদ চলে গেলেও ষড়যন্ত্র থেমে যায়নি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যার মধ্যে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু, বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনু, প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে।
সব মিলিয়ে শামা ওবায়েদের এই সতর্কবার্তা এবং নেতাকর্মীদের সক্রিয় পাহারা নিশ্চিত করতে তৈরি থাকার উদ্যোগ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তার বার্তা দিচ্ছে।

আপনার মতামত লিখুন :