ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কলেজছাত্রীকে কেন্দ্র করে দুই যুবকের বিরোধ সংঘর্ষে রূপ নিয়েছে। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছনার শিকার হন স্থানীয় এক সাংবাদিকও।
পীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আব্দুল হালিম জানান, “এক কলেজছাত্রীকে ঘিরে দুই যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় তা সংঘর্ষে পরিণত হয়। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং কর্মী শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে ওই কলেজছাত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। রোববার সন্ধ্যায় এ বিরোধ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে গড়ায়।
সংঘর্ষে মুন্সিপাড়া এলাকার ভ্যানচালক রমজান আলীসহ সাতজন আহত হন। আহতদের মধ্যে রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংবাদিক বাদল হোসেন লাঞ্ছিত হন বলে জানা গেছে।
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ যদি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :