ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর: উপাচার্য বলেন, ‍‍`মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত‍‍`

জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫

মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর: উপাচার্য বলেন, ‍‍`মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত‍‍`

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে বুধবার (২২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন,

"একেকজন মানুষ একেকটি স্বপ্ন। পিতা-মাতার এই স্বপ্ন পূরণে আমাদের লক্ষ্যচ্যুত হওয়া চলবে না। সঠিক সঙ্গ ও পরিবেশ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কারো সঙ্গে সম্পর্ক করা উচিত নয়, যার প্রভাবে জীবনে নেতিবাচক পরিবর্তন আসে।"

তিনি আরও বলেন, "মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত। তাই আমাদের নিজেদের যেমন মাদক থেকে দূরে থাকতে হবে, তেমনি পরিবার, বন্ধু ও সমাজকেও সচেতন করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেকের ভূমিকা অপরিহার্য।"

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। কেউ মাদকাসক্ত বা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" তিনি একটি মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গঠনে শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাজহারুল ইসলাম। তিনি বলেন, "মানুষ সাধারণত কৌতূহল থেকে প্রথমবার মাদক গ্রহণ করে। কিন্তু একবার এতে জড়িয়ে পড়লে স্বাভাবিক জীবনে ফেরা খুবই কঠিন হয়ে পড়ে। আসক্তদের মধ্যে মাত্র ১৭ শতাংশ মানুষ পুরোপুরি সুস্থ জীবনে ফিরতে পারেন।"

তিনি আরও বলেন, "ছোট ছোট মাদক দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। তাই মাদক থেকে দূরে থাকা এবং অন্যদেরও সচেতন করা সবচেয়ে উত্তম পথ।"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
 

আমার ক্যাম্পাস/ঐশী ইসলাম

Link copied!