উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) সকালে দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়া একাধিক বস্তু নিক্ষেপ করেছে, যা স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তবে কোন ধরণের মিসাইল ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, এই উৎক্ষেপণটি জাপান সাগর অভিমুখে পরিচালিত হয়েছে। ঘটনাটির পর দেশটির সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে বিশ্লেষণ কাজ শুরু করেছে।
উল্লেখ্য, আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এপেক (APEC) সম্মেলন, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের বিভিন্ন নেতারা যোগ দেবেন। সম্মেলনের ঠিক আগে পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিউল সরকার।
এর আগে, চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছিল। আর মাসের শুরুতে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে দেশটি নতুন দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হোয়াসং-২০’ প্রদর্শন করে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের বারবার পরীক্ষা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করছে।
আপনার মতামত লিখুন :