ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

চবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫

চবিতে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবিঃ আমার ক্যাম্পাস

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস (১০ সেপ্টেম্বর) উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং আত্মহত্যা প্রতিরোধে ভূমিকা রাখা।

​ক্যাম্পটিতে সাইকিয়াট্রিস্ট, মেডিসিন ও গাইনি চিকিৎসকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ দেওয়া হয়।

ছবি: আমার ক্যাম্পাস

সংস্থার প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস সানজিদা জানান, "এই আয়োজন মূলত করা হয়েছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য, কারণ বাংলাদেশসহ বহির্বিশ্বে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। আমরা আশা করি, এই ধরনের উদ্যোগ আত্মহত্যার হার কমাতে কিছুটা হলেও সাহায্য করবে। আমাদের এই ক্যাম্পে আমরা সাইকিয়াট্রিস্ট, মেডিসিন ও গাইনি—এই তিনটি বিভাগ রেখেছি।"

​সংস্থার আরেক প্রতিনিধি নাহিমা আক্তার বলেন, "আমরা প্রত্যাশা করি শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হবে এবং একটি সুস্থ পরিবেশে পড়াশোনা করতে পারবে। আমরা বিপুল সাড়া পেয়েছি এবং অনেক শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যের পরামর্শ নিয়েছে, যা প্রমাণ করে তারা কতটা বিষণ্নতায় ভুগছে। আমরা মনে করি, এই ক্যাম্পের মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হবে।"

ছবি: আমার ক্যাম্পাস
ক্যাম্পে উপস্থিত সাইকিয়াট্রিস্ট ডা. ফারহানা নাজনীন চট্টগ্রাম মেডিকেল থেকে বলেন, "এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে আমি আনন্দিত। এতগুলো মেয়েকে একসঙ্গে চিকিৎসা দেওয়া এবং তাদের সঙ্গে যুক্ত হওয়াটা আনন্দের ব্যাপার। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ শিক্ষার্থী নিউরোসিস ও বিষণ্নতায় ভুগছে, যার কারণ মূলত একাডেমিক চাপ, সম্পর্কের সমস্যা এবং পারিবারিক ইস্যু। একটি  আচল সংস্থার জরিপে দেখা গেছে, প্রতি বছর প্রায় ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করে, যার বেশিরভাগই পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। এই প্রেক্ষাপটে আজকের এই আয়োজন খুবই প্রশংসনীয় এবং এমন উদ্যোগ আরও বেশি নেওয়া উচিত।"

আমার ক্যাম্পাস/মাহমুদা মতিন মিনা

Link copied!