ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৭ম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫

যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৭ম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত

ছবিঃ আমার ক্যাম্পাস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৭ম ব্যাচের নবীনদের বরন অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও তথ্যবহুলভাবে অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে নবীনদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তাদেরকে ফিজিওথেরাপি পেশাগত নীতিমালা শপথ বাক্য পাঠের মাধ্যমে পেশাগত দায়িত্ব ও নৈতিকতা সম্পর্কে অবহিত করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি নবীনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘ফিজিওথেরাপি একটি অত্যন্ত সম্মানজনক পেশা, যা মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করার মাধ্যমে সামাজিক ও স্বাস্থ্যখাতে বিশাল অবদান রাখে।’’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘‘তোমরা যেন তোমাদের পাঠ্যক্রমের পাশাপাশি গবেষণামূলক কাজ, সামাজিক সেবা এবং মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখো।’’ উপাচার্য আরও বলেন, ‘‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিষয়ে পেশাগত স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রি প্রদান করে এবং এই বিভাগটি দেশের স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, যবিপ্রবির প্রক্টর ড. মো. ওমর ফারুক, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রালটেন্ট ডা. বাপ্পী কবিশেখর, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অন্যান্য শিক্ষকগণ।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শর্মিলা জাহান নবীনদের শপথ পাঠ করান। শপথ বাক্যে নবীন শিক্ষার্থীরা ফিজিওথেরাপি পেশার নৈতিকতা, পেশাদারিত্ব এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘‘ফিজিওথেরাপি এক ধরনের মানবিক চিকিৎসা যা প্রতিটি রোগীর শারীরিক ও মানসিক সুস্থতা ফিরিয়ে আনে, তাই তোমরা যেন এসব নীতিমালা অনুসরণ করে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখো।’’

নবীন বরন অনুষ্ঠানে অনুভূতি সম্পর্কে জানতে চাইলে নবীন ব্যাচের মারুফ আহমেদ বলেন,
“সলাম। আমি মারুফ আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের অন্যতম বিভাগ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৭ম ব্যাচের একজন গর্বিত শিক্ষার্থী। এই বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে শপথ গ্রহণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমরা আজকে ৮ই সেপ্টেম্বরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার, র‍্যালি, ফ্রি হেলথ ক্যাম্প, সেমিনার ও নবীন বরন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অনেক ভালো লাগছে। আমরা সবাই এক নতুন পরিবেশে, নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য এবং অসংখ্য সম্ভাবনা নিয়ে ফিজিওথেরাপি পেশায় যাত্রা শুরু করছি। আশা করি আমরা বিশ্ববিদ্যালয় এবং বিভাগের অর্জিত মর্যাদা রক্ষা করতে পারব। আজকের মহিমান্বিত দিনে আমাদের নবীনদের বরণ করে নেওয়ার জন্য সকল শিক্ষক ও অগ্রজদের ধন্যবাদ জানাই। এককজন ফিজিওথেরাপি শিক্ষার্থী হিসেবে আমরা বিশ্বাস করি, এই বিভাগে অর্জিত শিক্ষা আমাদের দক্ষ পেশাজীবী চিকিৎসক হিসেবে গড়ে তুলবে। ধন্যবাদ।”

এছাড়া, এই দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভাগের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সভাপতি ডা. এহসানুর রহমান সকল অতিথি এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘‘এই আয়োজনটি শুধুমাত্র একটি নবীন বরন নয়, বরং আমাদের ভবিষ্যত ফিজিওথেরাপি পেশাজীবীদের এক বৃহৎ দায়িত্ব এবং মানবতার জন্য কাজ করার একটি দৃঢ় প্রতিশ্রুতি।’’

এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদান করেছে যশোর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রাকটিশনার্স ফোরাম।

এছাড়া, ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ে ফ্রি ফিজিওথেরাপি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে প্রায় অর্ধশতাধিক রোগী ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা পেয়ে থাকেন। হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

আমার ক্যাম্পাস/ আল আমিন

Link copied!