ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দেয়ার নির্দেশ হাইকোর্টের

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

জাকসু নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দেয়ার  নির্দেশ হাইকোর্টের

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  আজকের মধ্যে হাইকোর্টের আদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে। অমর্ত্য রায় জনের আইনজীবী মানজুর আল মতিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন পিতম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

প্রার্থিতা ফিরে পাওয়ার প্রসঙ্গে অমর্ত্য বলেন, "আজ হাইকোর্ট আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজকে জাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন। আমি ক্যাম্পাসে ফিরে আবারও প্রচারণা শুরু করব।"

এদিকে, আদেশের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, "হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আজকেই আবেদন করা হবে। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হবে।"

এর আগে গতকাল (৮ সেপ্টেম্বর) প্রার্থিতা পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন অমর্ত্য রায় জন। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তার আইনজীবী। 
 

আমার ক্যাম্পাস/ ঐশী ইসলাম

Link copied!