ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের দাবি ভিত্তিহীন: আইএসপিআর

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের দাবি ভিত্তিহীন: আইএসপিআর

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা আছে—এমন দাবি গুজব বলে উড়িয়ে দিয়েছে বাহিনী।

সোমবার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, এ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। একইসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পোস্টটি শেয়ার করে বিষয়টি স্পষ্ট করেছে।

বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে, যা নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা। সেনাবাহিনী আশা করে, বহু বছর পর আয়োজিত এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ইতিবাচক উদাহরণ তৈরি করবে।

আমার ক্যাম্পাস

Link copied!