ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

বিবেক খাটিয়ে ভোট দিন : ভিপি প্রার্থী আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

বিবেক খাটিয়ে ভোট দিন : ভিপি প্রার্থী আবিদ

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছাত্রদল মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হচ্ছে। ভোটাধিকার প্রয়োগের এই সুযোগ ব্যবহার করুন এবং কেউ ঘরে বসে থাকবেন না।”

আবিদুল ইসলাম দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে ডাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্যই অনেকেই ডাকসুকে ‘দ্বিতীয় সংসদ’ হিসেবে অভিহিত করেন।

এবারের ৩৮তম ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী। ১৮টি হলে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাস ও ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থি সংগঠনগুলো দুটি প্যানেলে নির্বাচন করছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১০টির মতো।

মোট ভোটার ৩৯,৭৭৫ জন; ছাত্র ২০,৮৭৩ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। প্রতিটি ভোটার ডাকসু ও হল সংসদ মিলিয়ে ৪১টি পদে ভোট দিতে পারবেন। ভোট গণনা অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনের মাধ্যমে হবে এবং সব কেন্দ্রের ফল এলইডি স্ক্রিনে প্রদর্শিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে থাকছে নিরাপত্তা চৌকি, মোবাইল প্যাট্রল, ডগ স্কোয়াড, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি ও সিসিটিভি মনিটরিং।

এবারের নির্বাচনে মূলত তিনটি প্যানেল প্রাধান্য পাচ্ছে—ছাত্রদল, ছাত্রশিবির ও বাগছাস সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। তবে উমামা ফাতেমা, বামজোট সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীরাও আলোচনায় রয়েছেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে শিক্ষার্থীবৃন্দের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করছেন।

আমার ক্যাম্পাস

Link copied!