ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে টিএসসি ও অন্যান্য কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি চোখে পড়ে। আবাসিক হল ও বিভিন্ন বিভাগ থেকে দলে দলে শিক্ষার্থীরা এসে আনন্দের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন।
শিক্ষার্থীদের অনেকে জানান, বহু প্রতীক্ষিত এই সুযোগ তাদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। ভোট দিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও অনুভূতি শেয়ার করছেন। কারও কাছে এই ভোট কেবল প্রার্থী বাছাই নয়, বরং গণতান্ত্রিক চর্চার এক আনন্দমুখর দিন।
ভোট দিয়ে বের হয়ে ছাত্রী লায়লা রহমান বলেন, “আজকের দিনটা আমাদের কাছে সত্যিকারের উৎসব। এত বড় প্রক্রিয়ার অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে।” আরেক শিক্ষার্থী সামিরা জানান, “লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হলেও এতে কোনো ক্লান্তি নেই। কারণ এটি আমাদের অধিকার এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের মুহূর্ত।”
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ভোটকে ঘিরে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নির্বাচিত প্রতিনিধিরা তাদের অধিকার ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
আপনার মতামত লিখুন :