ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) এক দিনব্যাপী বিশেষ সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ‘ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন’ শীর্ষক এই সেমিনারে স্বাস্থ্যবিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সমন্বিত গবেষণার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
রবিবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে সেমিনার শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনের আগে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যান্সার সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে একটি র্যালিতে অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্যামলী মুস্তাফা। তিনি দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ব্যবহৃত সিটি স্ক্যান ও এক্স-রে মেশিনের রেডিয়েশন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “আমাদের দেশে অনেক সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন ব্যবহৃত হলেও সেগুলোর রেডিয়েশন প্রটেকশনের যথাযথ ব্যবস্থা নেই। এছাড়া বহু প্রশিক্ষণ প্রতিষ্ঠানে রেডিয়েশন ব্যবহারের বিষয়ে সচেতনতার অভাব রয়েছে।”
প্রধান বক্তা ড. মোহাম্মদ রেজাউল করিম তাঁর প্রবন্ধে ‘OSCC ও ক্যান্সারের জৈবিক সম্পর্ক’ বিষয়ে আলোকপাত করেন। তিনি মুখগহ্বর, লিভার ও সার্ভিক্যাল ক্যান্সারের মতো সাধারণ ক্যান্সারের সঙ্গে খাদ্যাভ্যাস ও জীবনধারার সম্পর্ক তুলে ধরে বলেন, “ক্যান্সার শুধুমাত্র ধূমপানের কারণে হয় না; আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসও ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে।”
দ্বিতীয় বক্তা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ কবির উদ্দিন শিকদার ক্যান্সার চিকিৎসায় পদার্থবিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করেন। তিনি বলেন, “ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসার কার্যকারিতা বৃদ্ধি করতে স্বাস্থ্যবিজ্ঞান ও প্রকৌশলের যৌথ গবেষণা অপরিহার্য।”
এর পাশাপাশি আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ড. এম জাহাঙ্গীর আলম “Cancer Treatment Modality” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ক্যান্সার চিকিৎসায় মেডিকেল ফিজিক্সের ভূমিকা, প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা এবং একাডেমিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যান্সার গবেষণায় স্বাস্থ্যবিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন যে এই সহযোগিতা দেশের চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আপনার মতামত লিখুন :