গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের নবঘোষিত জেলা কমিটিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। সদ্য ঘোষিত ৬৩ সদস্যের কমিটি থেকে ৪৯ জন নেতা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে জেলা শাখার সভাপতি মো. আল-আমীন সরদারও রয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) পদত্যাগকারী নেতারা কেন্দ্রীয় কমিটির ইমেইল ঠিকানায় তাদের পদত্যাগপত্র পাঠান। বিভাগীয় উপকমিটির ‘একতরফা সিদ্ধান্ত’ ও ‘স্বেচ্ছাচারিতার আচরণ’কে এই পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা।
জানা যায়, গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা শাখার ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। তবে মাত্র দুই দিনের ব্যবধানেই অধিকাংশ সদস্যের পদত্যাগ সংগঠনের অভ্যন্তরে বড় অস্থিরতা তৈরি করেছে।
পদত্যাগপত্রে সভাপতি মো. আল-আমীন সরদার লিখেছেন,
“বর্তমান কমিটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, নেতৃত্বের ধরণ এবং সাংগঠনিক শৃঙ্খলার অভাবে আমি গভীরভাবে হতাশ। যেখানে যোগ্যতা ও ত্যাগের মূল্যায়ন হয় না, সেখানে কাজ করা সম্ভব নয়। তাই ব্যক্তিগত মর্যাদা ও নীতিগত অবস্থান বজায় রাখতে আমি সভাপতি পদ থেকে পদত্যাগ করছি।”
তিনি আরও বলেন, “সংগঠনের প্রতি আমার আনুগত্য ও ভালোবাসা অটুট থাকলেও, বর্তমান কমিটির কর্মকাণ্ডে আস্থা রাখতে পারছি না।”
স্থানীয় পর্যায়ে এই সম্মিলিত পদত্যাগে গণ অধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটি কার্যত অচল হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অনিয়মই এ ঘটনার পেছনের মূল কারণ।

আপনার মতামত লিখুন :