বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রমের সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে এবং চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
এবার ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে—প্রাথমিক বাছাই (স্ক্রিনিং) পরীক্ষা রাখা হয়নি। শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হবে। তবে আগের মতোই মৌখিক পরীক্ষা (ভাইভা) দিতে হবে নির্বাচিত প্রার্থীদের।
ফ্যাকাল্টি ভিত্তিক আবেদন ফিও নির্ধারণ করা হয়েছে দুই ক্যাটাগরিতে—
- প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ: ১,৩০০ টাকা
- স্থাপত্য বিভাগ: ১,৫০০ টাকা
বুয়েটের ভর্তি পরীক্ষা দেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে পরিচিত, যেখানে প্রতি বছর লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :