ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ঢাবির এক হলে ধূমপান নিষিদ্ধ, নিয়ম ভাঙলে অর্থদণ্ড ও মাদকসহ ধরা পড়লে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

ঢাবির এক হলে ধূমপান নিষিদ্ধ, নিয়ম ভাঙলে অর্থদণ্ড ও মাদকসহ ধরা পড়লে বহিষ্কার

ছবিঃ আমার ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রাঙ্গণে ধূমপান ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে হল প্রশাসন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, হলের ভেতর ধূমপান করতে ধরা পড়লে সর্বোচ্চ তিনশ টাকা পর্যন্ত জরিমানা করা হবে, আর মাদকসহ ধরা পড়লে অভিভাবক ডেকে শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে হল প্রাধ্যক্ষের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে —
“হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ নিয়ম ভঙ্গ করলে সরকার প্রচলিত আইন অনুযায়ী ন্যূনতম ৫০ টাকা থেকে সর্বাধিক ৩০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা হবে।”

এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইন বা যেকোনো ধরনের মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ বা লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই ক্ষেত্রে অভিভাবকের উপস্থিতিতে তাকে হল থেকে বহিষ্কার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, সুস্থ ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষার্থীকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!