ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সাত কলেজে শুরু হয়নি গত শিক্ষাবর্ষের ক্লাস, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় শুরুর আগেই সেশনজট 

শিহাব আল নাছিম 

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

সাত কলেজে শুরু হয়নি গত শিক্ষাবর্ষের ক্লাস, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় শুরুর আগেই সেশনজট 

ছবিঃ সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য দেশের সরকারি বিশ্ববিদ্যালয় ও সমপর্যায়ের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হলেও, রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা এখনও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাসে অংশ নিতে পারেননি।

 

নতুন শিক্ষাবর্ষের শুরুর আগে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ১১ হাজার শিক্ষার্থী ক্লাস শুরু না হওয়ায় উদ্বেগে রয়েছেন। নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণার আট মাস পার হলেও এখনো পূর্ণাঙ্গ আইন ও অধ্যাদেশ প্রকাশিত হয়নি। এতে শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ এবং প্রশাসনিক কাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি শিক্ষার মানোন্নয়নের জন্য রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত করা হয়। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ এই অধিভুক্তির আওতায় আসে। অধিভুক্তির পর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তি, পরীক্ষা, ফলাফল প্রকাশ এবং সার্টিফিকেট প্রদানসহ সব একাডেমিক কার্যক্রম পরিচালনা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল।

 

অধিভুক্তির পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন। সেশনজট, ফলাফল প্রকাশে বিলম্ব, ভুল ফলাফল এবং গণহারে ফেল সহ নানা অভিযোগে আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীরা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালান।

 

এই আন্দোলনের পর ডিসেম্বর ২০২৪-এ সরকার সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই ও প্রস্তাব তৈরির জন্য একটি বিশেষ কমিটি গঠন করে। তিন মাসেরও বেশি সময় ধরে কমিটি ক্যাম্পাস পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থী বৈঠক এবং প্রস্তাবিত কাঠামো প্রণয়নের কাজ করে।

 

২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি ইউজিসি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পক্ষের কাছে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব আহ্বান করে। ১৬ মার্চ সাত কলেজকে একত্রিত করে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

 

এরপর ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেয়। ভর্তি পরীক্ষা দুই ধাপে ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে ১১ হাজার ১৫০ আসনের বিপরীতে ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেন। ফল প্রকাশ হয় ২৬ আগস্ট। ভর্তি কার্যক্রম শেষ হবে ৩০ অক্টোবর। তবে এখনো ক্লাস শুরুর সঠিক তারিখ জানানো হয়নি।

 

শিক্ষার্থীরা জানিয়েছেন, “ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্লাস শুরু হয়নি। একাডেমিক জীবন স্থবির হয়ে গেছে। নতুন বিশ্ববিদ্যালয়ের আইন ও অধ্যাদেশ না আসায় ভবিষ্যৎ অনিশ্চিত।”

আমার ক্যাম্পাস/ আরআরজেআর

Link copied!