জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত পাঁচটি ইউনিটে ধাপে ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চারুকলা অনুষদের ইউনিট-E এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ইউনিট-A এর পরীক্ষা ১৩ ডিসেম্বর, বিজনেস স্টাডিজ অনুষদের ইউনিট-C এর পরীক্ষা ২৬ ডিসেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদের ইউনিট-D এর পরীক্ষা ৯ জানুয়ারি এবং কলা ও আইন অনুষদের ইউনিট-B এর পরীক্ষা ২৩ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিস্তারিত বিজ্ঞপ্তি, আবেদন শুরুর সময়, যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :