বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন ও মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২০ অক্টোবর) এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার (১৯ অক্টোবর) দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাটি উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ—তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।
এনসিপি দাবি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলের কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মানজনক পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।
দলের পক্ষ থেকে আরও বলা হয়, বিএনপি যেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করে।
বিবৃতিতে এনসিপি মন্তব্য করে, মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা দেশে ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করে।
এনসিপি জানায়, তারা জাহিদুল ইসলামসহ সব নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও রাজনৈতিক দলগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
দলটি আরও জানায়, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করে নাগরিকদের মতপ্রকাশ ও তথ্য জানার অধিকার নিশ্চিত করার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ।
আপনার মতামত লিখুন :