বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের আলোচনায়। নিজের দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে ফের একবার সমালোচনার মুখে পড়েছেন তিনি।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন:
“আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।”
এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘিরে আলোচনা শুরু হয়। কেউ কেউ এটিকে "ব্যক্তিগত বিষয়ের নাটকীয় উপস্থাপন" বললেও, অনেকে একে “নারীকে হেয় করা ও অপমানজনক বক্তব্য” হিসেবে দেখছেন।
এর আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন,
“আমি আগে দুইটা বিয়ে করেছি। সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মুখে বলেছে সন্তানের মা হবে, কিন্তু অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। তাই সংসারটা করা হয়নি।”
রিয়া মনির সঙ্গে সম্পর্কের অবনতি নিয়েও সম্প্রতি বেশ কিছু তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফেসবুক লাইভে এসে রিয়া মনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন,
“সংসার করতে গিয়ে হিরো আলম আমাকে মানসিকভাবে নির্যাতন করেছেন। মিথিলা নামে এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল তার। সেই নারী আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছেন।”
তিনি আরও দাবি করেন, আলমের সঙ্গে সংসার করার সময় তিনি তাকে তালাকনামা পাঠান। তালাকের কাগজ পেয়ে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানান রিয়া মনি। পরে সন্তান ও সমাজের চাপে আবার সংসারে ফিরলেও হিরো আলমের আচরণে কোনো পরিবর্তন আসেনি বলেও অভিযোগ তার।
অন্যদিকে হিরো আলম দাবি করেন, বারবার ব্যক্তিগত জীবনে প্রতারণার শিকার হয়েছেন তিনি।
“নতুন কাজ তো করতে পারছি না। একটা না একটা সমস্যা এসে পড়ে। তবে নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি। সামনে সিনেমাগুলো মুক্তি পাবে,” — বলেন তিনি।
বর্তমানে নতুন কয়েকটি সিনেমার পরিকল্পনা ও কাজ নিয়ে ব্যস্ত আছেন বলেও জানান হিরো আলম।
আপনার মতামত লিখুন :