আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু নিয়ে এবার নতুন তথ্য সামনে এসেছে। এ ঘটনায় তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর প্রশ্ন উঠেছে—জুবিনকে কেন লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামতে দেওয়া হয়েছিল। আরও চাঞ্চল্য তৈরি হয়েছে যখন জানা যায়, মৃত্যুর আগের রাতে নাকি তাঁকে বিশ্রাম ও ঘুমানোর সুযোগও দেননি ম্যানেজার সিদ্ধার্থ।
গায়কের ব্যান্ডের সদস্য পার্থপ্রতিম গোস্বামী সরাসরি অভিযোগ তুলেছেন সিদ্ধার্থ ও ব্যান্ডের আরেক সদস্য শেখরজ্যোতি গোস্বামীর বিরুদ্ধে। তাঁর দাবি, জুবিনের মৃগীরোগ ছিল, তা জেনেও তাঁকে সারারাত মদ্যপানে উৎসাহিত করা হয় এবং পরের দিন সকালে তাঁকে সমুদ্রে নামতে দেওয়া হয়।
পার্থপ্রতিমের কথায়,“এই গাফিলতির দায় বর্তায় সিদ্ধার্থ ও শেখরজ্যোতির উপরেই। তোমরা দু’জন জুবিনের সঙ্গে ছায়ার মতো থাকতে। তোমরা জানত জুবিনের অসুখের কথা। সারা রাত তাকে মদ্যপান করিয়ে জাগিয়ে রেখে পরের দিন সকালে তাকে সমুদ্রে সাতার কাটতে দিলে! এটা তোমরা কীভাবে করতে পারলে?”
তিনি আরও বলেন,“তোমরা সারারাত ওকে ঘুমোতে দাওনি। পরের দিন সকালে জোর করে তাকে সমুদ্রে নিয়ে গেলে। কারণ তোমরা আমোদ করতে চেয়েছিলে। আমি যতদিন বেঁচে থাকব, ওদের ক্ষমা করব না।”
পার্থপ্রতিমের এ অভিযোগে জুবিনের মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তদন্তকারীরা জানিয়েছে, ময়নাতদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :